পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ২০২৪ - What Documents are Required for Passport 2024

পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ২০২৪ - What Documents are Required for Passport 2024


আসসালামু আলাইকুম! আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। পাসপোর্স্ট সেবা ব্লগে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ব্লগে আমরা আপনাদের পাসপোর্ট সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করবো। আশাকরি শুরু থেকে শেষ অব্দি আমাদের পোস্টটি আপনি পড়বেন।


আজকের পোস্টটিতে আমি আলোচনা করবো যে যে বিষয় গুলো সেগুলো হলোঃ পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র দরকার পড়ে। ২০২৪ সালে পাসপোর্ট করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার। ই পাসপোর্ট  করতে কত টাকা খরচ হয়? ৫ বছর অথবা ১০ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়? ২০২৪ সালোর আপডেট অনুযায়ী আমরা সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো।


নতুন পাসপোর্ট করতে যাওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পাসপোর্ট করতে কি কি কাগজ পত্র লাগে সে সম্পর্কে ভালো ভাবে জেনে নেওয়া। কেননা এই বিষয়ে ভালো ভাবে না জেনে গেলে অর্ধেক কাজ করে আপনাকে আবার ফিরে আসতে হবে। এমনকি অনেক সময় ব্যয় ও হতে পারে। এই জন্য কি কি কাগজপত্র দরকার সেগুলো আগে রেডি করে তারপর যাওয়া উচিত। এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের আজকের এই পোস্ট। এই একটি পোস্টের মাধ্যমে আপনি জেনে যাবেন কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে।


আপনি দোকানে যান বা নিজে আবেদন করেন বা দালালের মাধ্যমে করেন না কেন কাগজপত্র আপনাকে জমা দিতেই হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কাগজপত্র কমবেশি লাগতে পারে। যেমন আপনি যদি দালালের মাধ্যমে পাসপোর্ট করেন তাহলে কাগজপত্র কম লাগতে পারে।


এই জন্য দোকানে অথবা দালাল অথবা নিজে আবেদন করার পূর্বে এই কাগজপত্র গুলো নিজের কাছে রাখুন।

তো চলুন তাহলে জেনে নিই ২০২৪ সালে পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ২০২৪

মেনুয়াল সিস্টেমে (সরাসরি) পাসপোর্ট আবেদন করতে কি কি কাগজপত্র লাগে তা আগে জেনে নিন

  • পাসপোর্টের আবেদন ফরম বা ডি আইপি ফরম ১ ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করে নিনে হবে। ফরমটি ভালোভাবে পড়ে তারপর ঠান্ডা মাথায় ফর্মে থাকা নিয়ম অনুসরণ করে নির্ভূলভাবে ফর্মটি পূরণ করতে হবে।
  • পূরণকৃত ফরম এ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে নিন। তবে আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের কম হয়ে থাকে তাহলে আপনি তার বাবা ও মায়ের স্ট্যাম্প সাইজের দুই কপি করে রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। ছবি লাগানোর পর তা প্রথম শ্রেনির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে।
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম সনদ পত্রের 2 কপি সত্যায়িত করে নিতে হবে।
  • পাসপোর্ট এর ফরম এর চতুর্থ পৃষ্ঠায় একজন সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ঘর দেওয়া আছে। সেখানে আপনি প্রথম শ্রেণির কর্মকর্তা কতৃক সত্যায়িত করে নিন।
  • পাসপোর্ট আবেদনকারী যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, গাড়িচালক পেশায় নিয়োজিত থেকে থাকে সে ক্ষেত্রে পেশাগত সনদপত্র সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
  • পাসপোর্ট আবেদনকারী যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হলে সেক্ষেত্রে পেনশন বুকের ফটোকপি সংযুক্ত করলে সাধারণ শীতে জরুরি সেবা পাবেন।

উপরের এই কাগজপত্র গুলো নিয়ে যদি আপনি নিকটস্ত পাসপোর্ট অফিসে যান তাহলে পুরাতন মেনুয়াল সিস্টেমে আপনার আবেদন করার কাজটি সম্পন্ন করে দিবে।

ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪

চলুন তাহলে এবার জেনে নিই ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে। আমরা কমবেশি সবাই জানি পাসপোর্ট আবেদন করা থেকে শুরু করে এক দম শেষ অব্দি অর্থাৎ হাতে পাওয়া পর্যন্ত কতটা ভোগান্তির সম্মুখিন হতে হয়। আর এই সমস্যার সমাধান করতে পাসপোর্ট কর্তৃপক্ষ নিয়ে আসলো ই পাসপোর্ট সেবা।

👉সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

এখান বড় ধরনের একটি সুবিধা হলো আপনি যখন অনলাইনে আবেদন করে অফিসে কাগজপত্র জমা দিবেন তখন আপনার কাগজপত্রকে কোনো ধরনের সত্যায়িত করতে হবেনা। আর ই-পাসপোর্ট খুব সহজে অনলাইনে ঘরে বসে করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া।

এই পাসপোর্ট বানাতে কি কি কাগজপত্র লাগে তা চলুন দেখে নিই।

  • জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র।
  • আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন জন্ম নিবন্ধন এর পাশাপাশি বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার দরকার পড়বে।
  • আবেদনকারী যদি ছাত্র বা ছাত্রী হয় তাহলে তাহলে সনদপত্র/স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিতে হবে।
  • অনলাইন আবেদন পত্রের কপি পেজের দুই পাশে প্রিন্ট করে একটি জমা ও একটি নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
  • ই পাসপোর্ট আবেদন করার পূর্বে আবেদনকারীকে অবশ্যই ব্যাংকে/মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ) এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিতে হবে এবং সেই রশিদ আপনার সংরক্ষণ করতে হবে। কাগজপত্র জমা দেওয়ার সময় সেটি জমা দিতে হবে।
  • আবেদনকারীর পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে আগের পাসপোর্টের ফটোকপি এবং মূল পাসপোর্ট অফিসে জমা দিতে হবে
  • হারানো পাসপোর্ট পুনরায় প্রিন্ট করার জন্য পাসপোর্ট ফটোকপি, জিডি ফটোকপি এবং মূল জিডি কপি কর্তৃপক্ষের সামনে প্রদর্শন করতে হবে।
  • আবেদনকারী যদি বৈবাহিক হয়ে থাকে। তাহলে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ স্মরণিকা নামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে এবং পরবর্তী পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডের অবিবাহিত থাকলে স্বামী-স্ত্রীর ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে।

পাসপোর্ট আবেদন জমা দেওয়ার নিয়ম ২০২৪

উপরের এই সকল নিয়ম অনুসরণ করে অনলাইনের ই-পাসপোর্ট যখন আপনি আবেদন করে ফেলবেন, তখন আবেদনপত্রের সঙ্গে আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে অবশ্যই নিম্নে দেওয়া কাগজপত্র গুলো একসাথে স্ট্যাম্প দিয়ে সংযুক্ত করে বাংলাদেশ নিকটস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন।

  1. অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি
  2. ব্যাংক/পেমেন্ট রশিদ
  3. জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ পত্র এর ফটোকপি
  4. বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি
  5. নাগরিক/চারিত্রিক সনদপত্র
পাসপোর্ট জমা দেওয়ার দেওয়ার সময় বা জমা দিতে যাওয়ার সময় মূল জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে রাখবেন। যদি কতৃপক্ষ দেখতে চাই তাহলে তাদের সামনে সেটি দেখাবেন।

দালালের মাধ্যমে পাসপোর্ট করতে কি কি লাগে?

দালালের মাধ্যমে যদি আপনি পাসপোর্ট চান তাহলে আপনি খুব বেশি কাগজপত্র লাগবে না তবে একটি বেশি খরচ হবে। এই খরচ সম্পর্কিত পোস্ট পরবর্তিতে আসবে।
তাহলে জেনে নিন দালালের মাধ্যমে পাসপোর্ট করত আপনার কি কি কাগজ লাগবে।
  • জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন (২কপি)
  • নাগরিক সনদ
  • সার্টিফিকেট
  • পুরাতন পাসপোর্ট থাকলে সেটি
  • কারেন্ট বিলের কাগজ

আশাকরি আমাদের আজকের এই পোস্টের  মাধ্যমে আপনি পরিষ্কার বুঝে গেছে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে। তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে বলুন আশাকরি দ্রুত তম সময়ের  মধ্যে আমি সমসাধান করে দেওয়ার চেষ্টা করবো।

শেষ কথা

পরিশেষে আমি বলবো এটাই যে, আমি নিজে পাসপোর্ট করেছি। নিজে পাসপোর্ট করার সময় যে যে প্রবলেম গুলাই পড়েছি সেই প্রবলেম যেনো আপনাদের না হয় সে জন্য নিজের অভিজ্ঞতা থেকে উপরের তথ্য গুলো শেয়ার করেছি। এর পরেও যদি কোনো ধরনের ভূলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


এবং এই পাসপোর্ট সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে থাকা পাসপোর্ট এর যে ক্যাটাগরিতে রয়েছে সে ক্যাটাগরি থেকে সব ধরনের পাসপোর্ট সম্পর্কিত তথ্য গুলি আপনি জেনে নিতে পারবেন।

ট্যাগঃ পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ২০২৪,১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে,বিবাহিতদের পাসপোর্ট করতে কি কি লাগে,বাংলাদেশে ই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র,পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে,

Post a Comment

0 Comments

Close Menu